ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ফুল দিয়ে শুভেচ্ছা না জানাতে অনুরোধ জবি নতুন উপাচার্যের 

জবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ফুল দিয়ে শুভেচ্ছা না জানাতে অনুরোধ জবি নতুন উপাচার্যের 

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানাতে অনুরোধ জানানো হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানাতে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এ অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য বলেন, সবাই শুভেচ্ছা জানাতে পারবেন। কাউকে কোনো নিষেধ নেই। কিন্ত ফুল না নিয়ে আসার জন্য অনুরোধ থাকবে।

তিনি আরো বলেন, অনেক ত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে, অনেক রক্ত ঝরেছে, আবার বন্যাও হলো। অনেক ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে শুভেচ্ছা জানানোটা যেন সেলিব্রেশনের পর্যায়ে চলে না যায়।

বারাত

×