ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ক্যান্সারও থামাতে পারেনি মাহাথিরের পড়াশোনা, এসএসসিতে পেল জিপিএ-৫

স্টাফ রিপোর্টার, বরিশাল 

প্রকাশিত: ১৮:৩৬, ১৪ মে ২০২৪

ক্যান্সারও থামাতে পারেনি মাহাথিরের পড়াশোনা, এসএসসিতে পেল জিপিএ-৫

মাহাথির রহমান। ছবি: জনকণ্ঠ

ক্যান্সারে আক্রান্ত হয়ে শিক্ষা জীবন থেকে দুই বছর হারিয়ে গেলেও থেমে থাকেনি বরিশাল জিলা স্কুলের ছাত্র মাহাথির রহমান। ব্ল্যাড ক্যান্সারের সঙ্গে রীতি মতো যুদ্ধ করে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। খুশি মাহাথিরের পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের মুন্সির গ্য্যারেজ এলাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মফিজুর রহমান জামাল ও গৃহিণী হোসনে আরা পলি দম্পতির ছেলে মাহাথির রহমান। যমজ দুই ভাইয়ের আরেকজন মাকতুম রহমান বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এই বছর এইচএসসি পরীক্ষা দিবেন।মাহাথির রহমান জানায়, ২০১৮ সালে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের কাছে গেলে বিভিন্ন পরীক্ষার পর জানতে পারে ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে। 

এরপর থেকেই তার নিয়মিত চিকিৎসা চলে। ভারতে একটানা ছয় মাস চিকিৎসা হয়। তারপর কিছুটা সুস্থ হলে ২০২২ সালে আবার অসুস্থ হয়ে পড়ে। ওই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। 

এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করে এখন মাহাথির ঢাকার নরডেম কলেজে ভর্তির ইচ্ছা পোষণ করেছে। 
মাহাথির জানায়, আমি তো একজন অসুস্থ মানুষ। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষকে সেবা করতে চাই।

মাহাথিরের বাবা মফিজুর রহমান জামাল বলেন, ছেলের স্বপ্ন পূরণে সাধ্য অনুযায়ী, চেষ্টা করব। 

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষিক পাপিয়া জেসমিন বলেন, ক্যান্সারের মতো এমন মরণব্যাধি নিয়েও এসএসসি পরীক্ষায় মাহাথিরের এমন সাফল্যে আমরা সবাই ব্যাপক খুশি। 

মাহাথিরের যে কোনো প্রয়োজনে আমরা তার পাশে থাকবো।

এসআর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার