
ছবি: সংগৃহীত।
জামালপুরের বকশীগঞ্জে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় ইয়াসমিন বেগম রিক্তা (৩৬) নামে এক প্রাথমিক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
রবিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী মাদারেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিক্তা মাদারেরচর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ওই এলাকার আল-আমিনের স্ত্রী।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
তিনি বলেন, মাদারেরচর হচ্ছে বকশীগঞ্জ উপজেলার শেষ এবং দেওয়ানগঞ্জের শুরু। মূলত অটোরিকশা থেকে নামতে গেলে আরেকটা অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এমএম