ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলা : প্রথম পত্র, গদ্য : লখার একুশে

সপ্তম শ্রেণির পড়াশোনা

নাসরিন হক

প্রকাশিত: ০১:১৫, ২৯ নভেম্বর ২০২২

সপ্তম শ্রেণির পড়াশোনা

-

সিনিয়র শিক্ষক
কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম

বহু নির্বাচনি প্রশ্নোত্তর:
১. লখা রাতে কোথায় ঘুমায়?
ক. চায়ের দোকানের বেঞ্চিতে    খ. ফুটপাতে
গ. টংয়ের দোকানে    ঘ. ভ্যানে
উত্তর: খ. ফুটপাতে
২. লখা কখন খিদের কষ্ট ভুলে যায়?
ক. গুলি খেলার সময়     
খ. কাগজ কুড়ানোর সময়
গ. বন্ধুদের সঙ্গে মারামারির সময়
ঘ. মায়ের পাশে থাকার সময়
উত্তর: ঘ. মায়ের পাশে থাকার সময়
৩. লখার মা কী করে?
ক. গৃহকর্মী     খ. ভিক্ষুক
গ. ফেরিওয়ালা     ঘ. ঝাড়ুদার
উত্তর: খ ভিক্ষুক
৪.  লখা রেল লাইনকে কীসের সাথে তুলনা করে?
ক. মই           খ. মরা দুটো সাপ
গ. দড়ির মই     ঘ. মরা মাছ
উত্তর: খ. মরা দুটো সাপ
৫. লখা ভীষণ যন্ত্রণায় অঁ অঁ বলে কেঁদে দিল কেন?
ক. জ্বর আসায়        খ. সারা শরীর জ্বলে যাওয়ায়
গ. পায়ে বাবলার কাঁটা ফুটায়         ঘ. কুকুর কামড় দেয়ায়
উত্তর: গ. পায়ে বাবলার কাঁটা ফুটায়  
৬.  লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক-ঠুক ঠুকে তার উপর কান পেতে ছিল কেন?
ক. ট্রেন আসার শব্দ শুনতে     খ. সুর লহরী শুনতে
গ. গান গাইবার চেষ্টা করতে     ঘ. কারো দৃষ্টি আকর্ষণ করতে
উত্তর: খ. সুর লহরী শুনতে
৭. ভীতু লখা ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়েছিল কেন?
ক. কাগজ কুড়াতে     খ. কাজে যাবার জন্য
গ. খাবার সংগ্রহ করতে    ঘ. ফুল সংগ্রহ করতে
উত্তর: ঘ. ফুল সংগ্রহ করতে
৮. ‘এসো, এসো, লক্ষ্মী সোনারা সব নেমে এস তো’- লখা কাদের উদ্দেশ্য করে কথাটা বলেছিল?
ক. বন্ধুদের          খ. ভাই-বোনদের
গ. ফুলগুলোকে     ঘ. পাখিদের
উত্তর: গ. ফুলগুলোকে
৯. ‘লখার একুশে’ গল্পে লখাকে কোন প্রাণীর সাথে তুলনা করা হয়েছে?
ক. কুকুর              খ. খরগোশ
গ. খেঁকশেয়াল        ঘ. কাঠ বিড়ালী
উত্তর: ঘ. কাঠ বিড়ালী
১০. লখার পেড়ে আনা ফুলগুলো ছিল-
র. রক্ত লাল রংয়ের     রর. তুলতুলে নরম
ররর. মিষ্টি গন্ধ যুক্ত।
কোনটি সঠিক?
ক. র ও রর              খ. র ও ররর
গ. রর ও ররর      ঘ. র, রর, ররর
উত্তর:  ক. র ও রর  
১১. লখা ফুল সংগ্রহের কষ্ট ভুলে যায় কেন?
ক. গর্ব বোধের কারণে     
খ. অর্থ আয়ের কারণে
গ. শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে  
ঘ. বন্ধুদের উপহার দিতে পেরে
উত্তর: ক. গর্ব বোধের কারণে
১২. ‘সেদিন সকাল ছিল আশ্চর্য সুন্দর’-কোন সকালের কথা বলা হয়েছে?
ক. ১৬ ডিসেম্বরের সকাল     খ. ২১ ফেব্রুয়ারির সকাল
গ. ২৬ মার্চ এর সকাল     ঘ. ১ মে সকাল।
উত্তর: খ. ২১ ফেব্রুয়ারির সকাল   
১৩. প্রভাতা ফেরির মিছিলে টোকাই লখাকে চিনতে কষ্ট হয় না। কারণÑ
র. তার গা খোলা উদাম, গাঢ় কালো
রর. তার হাত উপচে পড়ছে রক্ত লাল ফুলের গুচ্ছ
ররর. সে ছাড়া সবার গায়ে ছিল চাদর, কোট, সুয়েটার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর        খ. র ও ররর
গ. রর ও ররর       ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
১৪. লখা প্রভাত ফেরির মিছিলে গিয়েও গান গাইতে পারেনি কেন?
ক. জন্মবোবা ছিল      খ. গান শিখেনি
গ. জন্মান্ধ ছিল     ঘ. গলায় ব্যথা পেয়েছিল
উত্তর: ক. জন্মবোবা ছিল
১৫. ভাষা আন্দোলন বাঙালির কোন বোধকে জাগ্রত করে?
ক. স্বজাত্যবোধ          খ. পরিমিতবোধ
গ. স্বাধীনতাবোধ         ঘ. চেতনাবোধ
উত্তর: ঘ. চেতনাবোধ
১৬. লখা মনকে শক্ত করে নিল কেন?
ক. মিছিলে যাবে    খ. গান গাইবে
গ. ফুল পেড়ে আনবেই    ঘ. শহীদ মিনারে যাবে
উত্তর: গ. ফুল পেড়ে আনবেই
১৭. আবু বকর সিদ্দিক কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়    
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়       
ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়
উত্তর: খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

×