৫১। ফুলের পরাগধানী হতে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুরের গর্ভমুন্ডে স্থানান্তরিত হওয়াকে কী বলে?
উত্তর : পরাগায়ন
৫২। পরাগায়ন কত প্রকার ও কী কী?
উত্তর : ২ প্রকার। যথা : স্ব-পরাগায়ন ও পর-পরাগায়ন।
৫৩। একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে কী বলে?
উত্তর : স্ব-পরাগায়ন
৫৪। একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে কী বলে?
উত্তর : পর-পরাগায়ন
৫৫। শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে কোন পরাগায়ন ঘটে?
উত্তর : পর-পরাগায়ন
৫৬। সরিষা, কুমড়া, ধুতরা ইত্যাদি উদ্ভিদে কোন পরাগায়ন ঘটে?
উত্তর : স্ব-পরাগায়ন
৫৭। যে বাহক পরাগ বহন করে গর্ভমুন্ড পর্যন্ত নিয়ে যায় তাকে কী বলে?
উত্তর : পরাগায়নের মাধ্যম
৫৮। ফুল বড়, রঙ্গীন ও মধুগ্রন্থিযুক্ত কোন ফুলের অভিযোজন?
উত্তর : পতঙ্গপরাগী ফুলের
৫৯। ফুল বর্ণ, গন্ধ ও মধুগ্রন্থিবিহীন কোন ধরনের ফুলের অভিযোজন?
উত্তর : বায়ুপরাগী ফুলের
৬০। জবা, কুমড়া ও সরিষায় কোন ধরনের ফুরের অভিযোজন হয়?
উত্তর : পতঙ্গপরাগী ফুলের
৬১। ধান গাছে কোন ধরনের ফুলের অভিযোজন হয়?
উত্তর : বায়ুপরাগী ফুলের
৬২। পরাগরেণু হালকা, অসংখ্য ও আকারে ক্ষুদ্র কোন ফুলের বৈশিষ্ট্য?
উত্তর : বায়ুপরাগী ও পানিপরাগী ফুলের
৬৩। পরাগরেণু ও গর্ভমন্ড আঠাঁল ও সুগন্ধযুক্ত থাকে কোন ফুলে?
উত্তর : পতঙ্গপরাগী ফুলে
৬৪। পাতাশ্যাওলায় কোন ধরনের ফুলের অভিযোজন হয়?
উত্তর : পানিপরাগী ফুলের
৬৫। কদম, শিমুল ও কচুতে কোন ধরনের ফুলের অভিযোজন হয়?
উত্তর : প্রাণিপরাগী ফুলের
৬৬। নিষিক্তকরণের পূর্বশর্ত কী?
উত্তর : জননকোষ বা গ্যামেট সৃষ্টি
৬৭। একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে কী বলে?
উত্তর : নিষিক্তকরণ
৬৮। পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
উত্তর : গর্ভমুন্ডে
৬৯। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুরের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে কী বলে?
উত্তর : ফল
৭০। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
উত্তর : প্রকৃত ফল
৭১। গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে কী বলে?
উত্তর : অপ্রকৃত ফল
৭২। প্রকৃত ও অপ্রকৃত ফলকে কত ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : ৩ ভাগে
৭৩। আপেল ও চালতা কোন ধরনের ফল?
উত্তর : অপ্রকৃত ফল
৭৪। আম ও কাঁঠাল কোন ধরনের ফল?
উত্তর : প্রকৃত ফল
৭৫। ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে কী বলে?
উত্তর : সরল ফল