ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রকাশিত: ১৪:০৯, ১০ সেপ্টেম্বর ২০২২

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির বা ১৭.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১০.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১৯ টাকায়। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের ৩২.৮২ শতাংশ, বিকন ফার্মার ২৬.০২ শতাংশ, ওরিয়ন ফার্মার ২০.১৩ শতাংশ, সোনালী আঁশের ১৮.২১ শতাংশ, সী পার্লের ১৬.৮৭ শতাংশ, ইবনে সিনার ১৩.৩৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৩.১৫ শতাংশ, ফাইন ফুডসের ১৩.০৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০.৬০ শতাংশ বেড়েছে।

এসআর

×