
ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ভরিতে কমানো হয়েছে ১,৫০০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার (৮ জুলাই) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৭০,৫৫১ টাকা।
এছাড়া,
-
২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১,৬২,৭৯৪ টাকা
-
১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১,৩৯,৫৪৮ টাকা।
এর আগে, ১ জুলাই ভরিতে ১,৮৯০ টাকা বাড়িয়েছিল বাজুস। চলতি বছর এ নিয়ে ৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৫ বার।
আবির