ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

কালোটাকা সাদা করার সুযোগ থাকছে না

প্রকাশিত: ১১:৫৫, ২ জুন ২০২৩

কালোটাকা সাদা করার সুযোগ থাকছে না

প্রতীকী ছবি

বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার বহুল আলোচিত সুযোগটি বাতিল হতে যাচ্ছে। একইভাবে আগামী অর্থবছরের বাজেটে জমি ও ফ্ল্যাটের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়নি। ফলে ৩০ জুন কালোটাকা সাদা করার সুযোগ শেষ হচ্ছে।

বৃহস্পতিবার (১ জুন) আগামী ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে জাতীয় সংসদে এই বিষয়ে কোনো ঘোষণা দেননি অর্থমন্ত্রী।

নতুন আয়কর আইনে জমি-ফ্ল্যাটে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালোটাকা সাদা করার ধারা বহাল রাখা হতে পারে। আইনটি পাস হলে কালোটাকা সাদা করার সুযোগ মিলতে পারে। এ সংক্রান্ত আইন অবশ্য এখনও হয়নি।

স্বাধীনতার পর বাংলাদেশ ২১ বার কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছে। 

এসআর

×