ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা

বছরের সর্বোচ্চ অবস্থানে সূচক

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:৪১, ২৬ মে ২০২৩

বছরের সর্বোচ্চ অবস্থানে সূচক

.

পুঁজিবাজারে লেনদেন সূচকে ইতিবাচক প্রবণতা বিরাজ করছে রোজার ঈদের এক সপ্তাহ আগে থেকেই। যার পালে হাওয়া লেগেছে চলতি মে মাসে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক যেমন বছরের সর্বোচ্চ উঠে এসেছে, একইসঙ্গে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকার ঘর।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে হাজার ৩২৫ পয়েন্টে। বৃহস্পতিবারের আগের দিনের ধারাবাহিকতায় ডিএসইতে লেনদেন হয় হাজার৩৬ কোটি ৫৬ লাখ টাকা। তবে তা আগের দিনে চেয়ে ৭৩ কোটি ৩৭ লাখ টাকা কম। ডিএসইর লেনদেন হওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত ছিল ১৭৪টির।

একদিন ব্যবধানে আবারও ডিএসইর লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। ডিএসইর লেনদেনের শীর্ষে থাকা এই কোম্পানিটির শেয়ার হাতবদল হয়েছে ৪৬ কোটি ৪৪ লাখ টাকার। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯১ লাখ টাকার। এছাড়া শীর্ষে পাঁচে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩০ কোটি ৫৯ লাখ টাকা, সি পার্ল বিচ রিসোর্টের ২৭ কোটি ৩২ লাখ টাকা এবং ইস্টার্ন হাউজিংয়ের ২৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইর শেয়ার দর বৃদ্ধির নেতৃত্ব দিচ্ছে বিমা। শীর্ষ ৫টি কোম্পানির ৪টিই খাতের কোম্পানি। দরবাড়ার তালিকায় শীর্ষ ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে দশমিক ৯৫ শতাংশ। তালিকায় দ্বিতীয়স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে দশমিক ৯৫ শতাংশ। এছাড়া প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের দশমিক ৯২ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দশমিক ৯১ শতাংশ এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের দশমিক ৯০ শতাংশ দর বেড়েছে। দর পতনের শীর্ষে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে দশমিক ৪৬ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে দশমিক ৪৪ শতাংশ। এছাড়া মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দশমিক ১৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের দশমিক ৯২ শতাংশ এবং ইয়াকিন পলিমারের দশমিক ১৮ শতাংশ দর কমে শীর্ষ পাঁচে অবস্থান করছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৩৭টি কোম্পানির প্রতিষ্ঠানের শেয়ার মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত আছে ১০১টির। সিএসইতে মোট লেনদেন হয় ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার মিউচুয়াল ফান্ড।

×