ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের ৯ পৌরসভার বাজেট ঘোষণা

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ৩০ জুন ২০২২

দেশের ৯ পৌরসভার বাজেট ঘোষণা

বাজেট ঘোষণা

বৃহস্পতিবার মাগুরা পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ৮৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৬৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছেদুপুরে পৌরসভা মিলনায়তনে মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এ বাজেট ঘোষণা করেনবাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৬৫৫ টাকামোট ব্যয় ধরা হয়েছে ৮২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ৬৬৭ টাকাবাজেটে সার্বিক উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৬ হাজার ৯৮৮ টাকাবাজেট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারি, সচির রেজাউল করিম প্রমুখএ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন

মাদারীপুর পদ্মা সেতুর সোনালি অধ্যায়ের নবদিগন্তে ২০২২-২৩ অর্থবছরে মাদারীপুর পৌরসভার ৯৩ কোটি ৫৮ লাখ ৫৪ হাজার ২৪১ টাকার ঘোষণা করা হয়েছেবৃহস্পতিবার দুপুর ১২টায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে তৃতীয় মেয়াদে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদবাজেটে ৯৩ কোটি ৫৮ লাখ ৫৪ হাজার ২শ৪১ টাকা আয় ৯৩ কোটি ৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় এবং ৫২ কোটি ৭৯ লাখ ২শ৪১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে

ঝালকাঠি ঝালকাঠি পৌসভায় ২০২২-২৩ অর্থবছরে ৫৪৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার টাকার সম্ভাব্য বজেট ঘোষণা করা হয়েছেনতুন কোন করারোপ না করে এই বাজেট দেয়া হয়েছেবৃহস্পতিবার সকাল ১০টায় পৌর পরিষদের সভা কক্ষে করোনা পরিস্থিতির কারণে সীমিত পৌর নাগরিকদের উপস্থিতিতে মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার বাজেট ঘোষণা করেনবাজেটে আয় ধরা হয়েছে ৫৪১ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ৫৪ লাখ ৬৩ হাজার ৫০৯ টাকাআয়ের খাতে রাজস্ব আয় ১৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা ও ৫ কোটি ৫ লাখ টাকা এবং উন্নয়ন খাত হতে ৫১৭ কোটি ৫ লাখ টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছেঅনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহিন সুলাতানা বজেট পাঠ করেন

রাজবাড়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫৫ কোটি, ৫৪ লাখ, ৮৪ হাজার ৯৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ পৌর মিলনায়নে মেয়র নজরুল ইসলাম মন্ডল প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেনপ্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি, ৯৯ লাখ ৮৫ হাজার, ৩২৫ টাকাউন্নয়ন আয় (প্রকল্পসহ) ৫১ কোটি, ১৫ লাখ, ১০ হাজার ৭ টাকামোট মূলধন আয় ৩৯ লাখ, ৮৯ হাজার, ৬৩৯ টাকাবাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম ম-লের সভাপতিত্বে উপস্থাপন করেন গোয়ালন্দ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন

সৈয়দপুর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ, আটকেপড়া অবাঙ্গালী ও পৌর এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবকাঠামো ও বীর শহীদদের নামে রাস্তাসহ রাস্তাঘাট, ড্রেন, শিশু পার্ক নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৭১ কোটি ২৮ লাখ ৪ হাজার ১৮২ টাকার বাজেট ঘোষণা করেছে সৈয়দপুর পৌরসভাবৃহস্পতিবার সৈয়দপুর পৌরসভার বঙ্গবন্ধু কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহানপৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিনের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বাজেট সম্পর্কিত নানা শ্রশ্নের উত্তর দেন পৌর মেয়র

মধুপুর টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ৩৩ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৩৬১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছেবৃহস্পতিবার পৌরসভার সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল এ বাজেট ঘোষণা করেনপৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকলের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, কাউন্সিলর খসরু ও নূর মোহাম্মদসহ অন্যরা

বিরামপুর দিনাজপুরের প্রথম শ্রেণীর বিরামপুর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ৪৯ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬০৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছেপৌরসভা কনফারেন্স রুমে বৃহস্পতিবার এ বাজেট পেশ করেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীএতে ৯৩ লাখ ৫০ হাজার ৪১১ টাকা উদ্বৃত্ত বাজেট ধরা হয়েছেএসময় পৌর মেয়র আককাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, নির্বাহী প্রকৌশলী ফয়জুল আসলাম, নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম প্রমুখ

রামগঞ্জ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছেবৃহস্পতিবার দুপুরে পৌরসভা হলরুমে মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী নতুন করে করারোপ ছাড়াই ৩৯ কোটি ২৬ লাখ ৮৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেনপ্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ট্যাক্স থেকে ১ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার টাকা, পানি শাখা থেকে ১ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা, সরকারী উন্নয়ন অনুদান থেকে ২৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার ও প্রারম্ভিক মজুদ ৪ কোটি ২০ লাখ টাকা

বদরগঞ্জ রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছেবৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করেন মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুলএসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোরশেদ আলী, সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, হিসাবরক্ষক আশিকুর রহমান শুভ, প্যানেল মেয়র মানিক চন্দ্র রায়সহ অন্য ওয়ার্ড কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরাবাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে আট কোটি ২০ লাখ ৯০ হাজার ৩৩৯ টাকারাজস্ব খাতে সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছেএছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকাচলতি অর্থবছরে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকাবাকি টাকা পরের অর্থবছরের জন্য রাখা হয়েছে

×