ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অক্টোবর থেকে মাস্কাট ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

প্রকাশিত: ১২:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২০

অক্টোবর থেকে মাস্কাট ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

অনলাইন ডেস্ক ॥ অক্টোবরের প্রথম দিন থেকে ওমানের মাস্কাটের পথে নিয়মিত ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশের বেসরকারি এ বিমান পরিবহন সংস্থা রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে তারা। সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। পৌঁছাবে মঙ্গল ও শুক্রবার প্রথম প্রহরে, স্থানীয় সময় রাত ১টায়। ঢাকার পথের যাত্রীদের নিয়ে মঙ্গল ও শুক্রবার প্রথম প্রহরে স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে রওনা হবে ইউএস-বাংলা। সকাল সাড়ে ৮টায় সেই ফ্লাইট শাহজালালে নামবে। সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা বলেছে, কোভিড-১৯ মহামারীর মধ্যে ‘সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে’ ফ্লাইট পরিচালনা করবে তারা। ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে আন্তর্জাতিক রুটে গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দেশের ভেতরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে যাত্রী পরিবহন করছে এ বিমান পরিবহন সংস্থা।
×