ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের পর্ষদে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ

প্রকাশিত: ০৭:১৫, ৪ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ ব্যাংকের পর্ষদে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার জারি করে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৯ (৩) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হলো। জানা গেছে, অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন পরিচালক ছিলেন। কিন্তু গত ২০ আগস্ট অর্থ মন্ত্রণালয় তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ফলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন পরিচালকের পদ শূন্য হয়। সেই শূন্য পদে মাহবুব আহমেদকে নিয়োগ দেয়া হলো।
×