ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

উচ্চশিক্ষিত বেকার নয়, উদ্যোক্তা তৈরিতে রাবির আইকিউএসি

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৩৬, ৩ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪৮, ৩ জুলাই ২০২৫

উচ্চশিক্ষিত বেকার নয়, উদ্যোক্তা তৈরিতে রাবির আইকিউএসি

ছবি: জনকণ্ঠ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Empowering Youth for Economic Revolution: Reflecting on the Past to Secure the Future” শীর্ষক জাতীয় সেমিনার আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সেমিনারে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে ৪ জুলাই এবং শেষ হবে ১০ জুলাই। এতে অগ্রাধিকারের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৬০০ জন শিক্ষার্থী ও ২০০ জন শিক্ষক রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ২৫০ টাকা এবং শিক্ষকদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

লিখিত বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা জানান, ‘উচ্চশিক্ষিত বেকার নয়, উচ্চশিক্ষিত জনশক্তি’ এই স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইকিউএসি ছাত্র-ছাত্রীদের নিয়ে কাজ করছে। সরকারি-বেসরকারি চাকরির ওপর নির্ভরশীল না থেকে ব্যবসা ও শিল্পায়নের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়তে এবং নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছে।

তিনি আরও জানান, গত ২০ জুন ১১৫টি শিক্ষার্থী গ্রুপ অনলাইনে রেজিস্ট্রেশন করে, যেখানে মোট শিক্ষার্থী ছিলেন ৩২৭ জন এবং মেন্টর ছিলেন ২৭ জন। ২১ ও ২২ জুন অনুষ্ঠিত চারটি সেশনে “Workshop on Business Proposal Writing & Pitching” এর হাতেকলমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। ৩০ জুনের মধ্যে শিক্ষার্থীরা মোট ৬৮টি ব্যবসায়িক প্রস্তাবনা জমা দেয়। আগামী ১৪ ও ১৫ জুলাই প্রতিটি গ্রুপ ১৫ মিনিটের প্রেজেন্টেশনের মাধ্যমে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্যে শীর্ষ তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে—প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা। বিজয়ী প্রথম ও দ্বিতীয় দল ২০ জুলাই অনুষ্ঠিত জাতীয় সেমিনারে তাদের বিজনেস আইডিয়া উপস্থাপন করার সুযোগ পাবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, ইউজিসি’র পরিচালক ড. দূর্গা রানী সরকার, এবং Aspire to Innovate (a2i)-এর প্রকল্প পরিচালক জনাব মো. রাশিদুল মান্নাফ কবির।

এছাড়া, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা সেমিনারের উদ্দেশ্য এবং ‘Rajshahi University Business Idea Competition (RUBIC) 2025’-এর লক্ষ্য তুলে ধরবেন। মূল বক্তা হিসেবে থাকবেন SME Foundation-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসাইন চৌধুরী। পাশাপাশি ইউজিসি ও a2i-এর উচ্চপদস্থ কর্মকর্তারাও শিল্পায়ন ও সরকারি সহায়তা নিয়ে আলোচনা করবেন।

শহীদ

×