আন্তর্জাতিক বাজারে তেলের অব্যাহত দরপতন সঙ্কটে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের। আগের মতো তারা এখন আর পর্যাপ্ত রেমিটেন্স পাঠাতে পারছেন না। এতে এশিয়ার দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। অথচ এর আগে যখন তেলের দাম বেশি ছিল, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অর্থের প্রবাহ ও রেমিটেন্স আসত বেশি। যা প্রবৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করত। এখন তেলের দাম কমেছে, ফলে আয়ও কমেছে। কারণ তেলের ওপর নির্ভরশীল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন চাকরি হারিয়েছে প্রবাসী শ্রমিকরা। যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নতুন হুমকিতে ফেলে দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়েছে, দেড় বছর আগে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ১০০ ডলারের ওপরে। কিন্তু সেখান থেকে টানা কমতে কমতে তা এ বছরের শুরুতে ২৭ ডলারে ঠেকেছে। পরে অবশ্য কিছুটা বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার