ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মরা কার্তিক অপবাদ ঘুচে গেছে অনেক ফসলে

মোরসালিন মিজান

প্রকাশিত: ২১:৫৩, ৪ নভেম্বর ২০২৪

মরা কার্তিক অপবাদ  ঘুচে গেছে অনেক  ফসলে

কার্তিকে ভরা ফসলের মাঠ

কার্তিক মাস এখনএকটু একটু করে শিশির ঝরছেপ্রকৃতি ঢাকতে শুরু করেছে কুয়াশার চাদরেরোদের সেই তীব্রতা নেইবিকেলটা আগের তুলনায় অনেক বেশি স্নিগ্ধশীতল বাতাস এসে গায়ে লাগছেএসব পরিবর্তন ঘটানোর পাশাপাশি কার্তিক পরিচিত ফসলের মাস হিসেবেফসলের ঋতু হেমন্তের প্রথম প্রতিনিধি কার্তিকবাংলা সনের সপ্তম মাসে ক্ষেতভর্তি হয়ে থাকে সোনার ধানেএই ধানের নিবিড় পরিচর্যা করে কার্তিকএবারও ব্যতিক্রম হচ্ছে নাএকই মাসে আরও অনেক ফসলের আবাদ করা হচ্ছেবিবিধ ফসলের কারণে ঘুচে গেছে সেই মরা কার্তিকঅপবাদ। 

হ্যাঁ, কিছুকাল আগেও কার্তিক ছিল অনটনের মাসএ সময় দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্যাভাব দেখা দিতচাল থাকত না ঘরেধানের গোলা শূন্য হয়ে যেতসাধারণ কৃষকেরা ঠিকমতো খেতে পারতেন নাঅনটনের কারণে গ্রামীণ জীবনের নানা সংকট দেখা দিতমাসটির দুর্নাম করে তাই বলা হতো মরা কার্তিকরবীন্দ্রনাথের কবিতায়ও দুর্দিনের উল্লেখ পাওয়া যায়কবিগুরু লিখেছেন- শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান,/কাশ ঝরে যায় নদীর তীরে

কিন্তু বর্তমানে কার্তিক আর মরা কার্তিক হয়ে নেইফসলে যথেষ্টই সমৃদ্ধ বাংলাদেশশস্যের বহুমুখীকরণের কারণে মোটামুটি সারাবছরই কম বেশি ফসল উপন্ন হয়ব্যস্ত থাকতে হয় কৃষককেবছরজুড়ে নানা ফসল ফলান তারাআয় রোজগারও ভালোএবারও ভাদ্র-আশ্বিনে আমন ধান লাগানো হয়েছিলবর্তমানে ক্ষেতভর্তি সোনার ধানেবিস্তীর্ণ ফসলের মাঝে সবুজ ধানের শীষ দোল খাচ্ছে।    

পাশাপাশি এখন কার্তিক মাসেই হৃষ্টপুষ্ট হয়ে ওঠে আউশ এবং আগাম আমন ধানপাকা ধান কাটা শুরু হয়ে যায়ঠিক এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে আগাম আমন ধান কাটা হচ্ছেবিশেষ করে উত্তরাঞ্চল থেকে ফসল কাটা ও মাড়াইয়ের তথ্য পাওয়া যাচ্ছেরাজশাহী রংপুর বগুড়া নীলফামারীসহ বিভিন্ন জেলার কৃষকরা ব্যস্ত সময় পাড় করছেন এখনদিনভর চলছে ধান কাটাকোথাও কোথাও কাস্তে হাতে ধান কাটছেন কৃষককোথাও বা কাজ হচ্ছে যন্ত্রেকিষানিরাও কাজ করছেন মাঠেবিশেষ করে ধান মাড়াই, শুকিয়ে ঘরে তোলার দীর্ঘ প্রক্রিয়ায় খুশি মনেই অংশ নিতে দেখা যাচ্ছে তাদের

পরের মাস অগ্রহায়ণে সারা বাংলায় হবে নবান্ন উসববাঙালির প্রধান ও প্রাচীনতম উসবগুলোর অন্যতম নবান্নএ সময় আমন ধান কাটা হবেআর এই কাটার শুরুটা হয় কার্তিক থেকেইকৃষি মন্ত্রণালয়ের হিসাব মতে, নবান্নের সময়টাতে দেশের দ্বিতীয় বৃহত্তম ফসল উপাদিত হয়প্রায় ১ কোটি ৩০ লাখ টন আমন উপাদন হয় এ সময়, যেখানে কার্তিকের অবদান অনস্বীকার্য

তবে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, এবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় আমন চাষ ব্যাহত হয়েছেপ্রথমবারের চেষ্টা ব্যর্থ হওয়ায় দ্বিতীয়বার চাষ করতে হয়েছে তাদেরএ আমন ঘরে তুলতে একটু দেরি হবে

এদিকে, ধান পেতে একটু দেরি হলেও এখন আর তেমন সমস্যা হবে নাকার্তিক মাসে বিভিন্ন ধরনের সবজির চাষ হচ্ছেআলু পেঁয়াজের বিপুল চাহিদাসেই চাহিদা পূরণে ব্যাপকভাবে কাজ করছেন কৃষকফলে আগের মতো বেকার থাকার সুযোগ নেইবরং কৃষি জমিতে কাজ করার মতো শ্রমিক খুঁজে পাওয়া মুশিকল হয়ে গেছেসবজির বাণিজ্যিক আবাদ বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্রকার্তিক মাস ঘিরে তাই নতুন স্বপ্ন বুনেন এখন কৃষকবিচিত্র আবাদে হারিয়ে গেছে মরা কার্তিকফসলের ঋতু হেমন্তের প্রথম মাসটিকে তাই সমৃদ্ধি হিসেবেই দেখা হচ্ছে

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে