অডি গাড়িতে এসে সবজি বিক্রি কৃষক সুজিত এসপি
সাধারণত ভ্যান কিংবা ট্রাকে করে বাজারে সবজি বিক্রি করতে নিয়ে যান কৃষকরা। ভারতের এক কৃষক বাজারে ঠিকই ভ্যানে করে সবজি নিয়ে গেলেন। কিন্তু নিজে গেলেন ৬০ লাখ টাকা দামের এ৪ মডেলের অডি গাড়িতে। আবার বাজারে বসে সবজি বিক্রিও করলেন তিনি।
সবজি চাষ থেকে শুরু করে বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়া ভিডিও করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন কেরালার ওই কৃষক। এরই মধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও পোস্ট করা সুজিত এসপি ‘বিচিত্র কৃষক’ নামেই বেশি পরিচিত। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে বিচিত্র কৃষক সুজিত এসপি লেখেন, ‘অডি গাড়িতে করে গিয়ে শাক বিক্রি করেছি।’
ভিডিওতে দেখা যায়, জমি থেকে শাক তুলেন বিচিত্র কৃষক সুজিত এসপি। এরপর সেগুলো একটি অটোরিকশায় পাঠান বাজারে। নিজে ধুতি পরে উঠে পড়েন একটি অডি গাড়িতে। সেই গাড়ি চালিয়ে যান বাজারে। সেখানে গিয়ে অটোরিকশা থেকে শাক নামিয়ে রাখেন একটি বিছানো কাপড়ে। শুরু করেন শাক বিক্রি। বিক্রি শেষ হয়ে গেলে আবার সেই গাড়িতে করেই ফিরে আসেন সুজিত এসপি। এরই মধ্যে তাঁর এই ভিডিও ৮০ লাখ মানুষ দেখেছে। সবাই তাঁকে সাধুবাদ জানাচ্ছেন।
কৃষি নিয়ে প্রায়ই ভিডিও বানান সুজিত এসপি। এসব ভিডিওতে তিনি কৃষি নিয়ে আধুনিক সব পদ্ধতি দেখান। এ ছাড়া কৃষিতে নতুন প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে হয়, সেটিও দেখান তিনি।
এস