ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০১:১৫, ২৩ জানুয়ারি ২০২৩

ফ্যাশন সংবাদ

.

ব্লু ড্রিম

আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিম। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি আধুনিক ও নজরকাড়া ডিজাইনের পোশাক তৈরি করে জায়গা করে নিয়েছে ফ্যাশন সচেতনদের মধ্যে। সম্প্রতি মিরপুর ১০ নম্বর সংলগ্ন এলাকায় ব্লু ড্রিমের নতুন নিজস্ব আউটলেট উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ, সিআইডি বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম, ইউটিউবার আফ্রিদি, সাদাত রহমান ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ বিজয়ী, মুফতি মিজানুর রহমান, আমিন আহমেদ মুজিব, কণ্ঠশিল্পী সোহাগসহ আরও অনেকে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ বলেন, ব্লু ড্রিম গ্রুপ ছয়টি কোম্পানি নিয়ে গঠিত। পোশাক, লেদার, ফেব্রিক, ইন্টেরিয়র ডিজাইন, ডেভেলপারসহ বেশকিছু ব্যবসা রয়েছে। সারা দেশে ৭৫০টি আউটলেট নিয়ে ব্লু ড্রিম পরিচালনা করছি।

স্মার্ট ক্যাজুয়াল শার্ট ও কটি  
হালকা শীতে ছেলেদের ফ্যাশনেবল এবং উপযোগী পোশাক কেমন হবে তা নিয়ে চলে নানা ভাবনা।  তবে যেনতেন পোশাক নয়, সঠিক পোশাকটি নিয়ে তৈরি করতে হবে নিজের স্টাইল স্টেটমেন্ট। পোশাকের  মধ্যে এ ক্ষেত্রে শার্টই এগিয়ে থাকে। কাটিং, প্যাটার্ন, ডিজাইনে নিত্য আসছে পরিবর্তন আবার ফিটে দেখা যায় ভিন্নতা। তাই ফ্যাশনের ক্ষেত্রে ক্যাজুয়াল লুক পেতে তরুণরা ছাড়াও যে কোনো বয়সী পুরুষদের কাছে ক্যাজুয়াল শার্টই প্রথম পছন্দ। সমসাময়িক প্রিন্ট, চেক, স্ট্রাইপ আবার বেশ কিছু ক্ল্যাসিক চেক এবং স্ট্রাইপ আছে যা জিন্স অথবা গ্যাবার্ডিন ও ফরমাল প্যান্টের সঙ্গে চমৎকার মানিয়ে যায়। শীতের পোশাকের ভিড়ে পছন্দের আরেকটি পোশাক হচ্ছে- কটি বা ওয়েস্ট কোট। সারা বছরজুড়ে ফ্যাশনে সবসময়ই আলাদা করে জায়গা দখল করে রেখেছে পাঞ্জাবি। আর শীতকালে যখন পরতেই হবে, তাই সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পরতে কটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। শীতকাল ছাড়া অন্যান্য ঋতুতেও কটির কদর রয়েছে তরুণ থেকে শুরু করে যে কোনো বয়সের পুরুষদের কাছে।

 

×