ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২৩:৫৮, ২৮ জুন ২০২২

টুকরো খবর

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদাতা, রাঙ্গুনিয়া ॥ শিলক নারিশ্চা মোবারক আলীর টিলায় বন্যহাতির আক্রমণে শাহ আলম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক শাহ আলম কৃষিকাজ সেরে বাড়ি ফিরছিল। পথে বন্যহাতির কবলে পড়ে সে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যার মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। প্রায় ৭ বছর পর রবিবার রাতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামি ইউসুফ (৩৫) পশ্চিম রাউজানের মৃত বজল আহম্মদের পুত্র। সিআইজি কংগ্রেস সম্মেলন সংবাদদাতা, ধামরাই, ঢাকা ॥ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামরাইয়ে ন্যাশনাল এপ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২)-এর আওতায় সিআইজি কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটরিয়াম হল রুমে ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার আরিফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক ঢাকা কৃষিবিদ আবহান মজুমদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, কুশুরা ইউপি চেয়ারম্যান কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, প্রকল্প মনিটরিং অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। ৭ মোটরসাইকেলসহ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ মীরসরাইয়ে চোরাইকৃত ৭টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। আটককৃতরা হলেন, জোরারগঞ্জ ইউনিয়নের খিরমুরারী এলাকার ইকবাল হোসেন রুবেল, মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকার আবদুল্লাহ আল নোমান (২০) এবং ফেনী জেলার লেমুয়া এলাকার ইসমাইল। ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ পদ্মায় ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া ভোলার চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আল আফসার তামিমের (২৫) লাশ সোমবার বিকেলে শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ ছিডারচর এলাকা থেকে উদ্বার করেছেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু ম-লের সত্যতা নিশ্চিত করে বলেন- পুলিশ লাশ উদ্ধার করেছেন এবং লাশের পরিচয় মিলেছে। সুন্দরবন থেকে ট্রলারসহ চার জেলে আটক সংবাদদাতা, শরণখোলা, বাগেরহাট ॥ সুন্দরবনের শরণখোলা রেঞ্জে কচিখালী এলাকায় তিন মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে একটি ট্্রলারসহ চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটকদের সোমবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। আটককৃতরা হলোÑ জলিল, সাইফুল ইসলাম, মুসা ও মুরাদ হোসেন। ভারতীয় চুলসহ গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, মাধবপুর ॥ মাধবপুরে চোরাই পথে আসা ভারতীয় চুলসহ ২ জনকে আটক করেছে সীমান্ত রক্ষীবাহিনী (বিজিবি)। সোমবার সকালে উপজেলা বহরা ইউনিয়নের দেওগাঁ আজিজিয়া মাদ্রাসার কাছ থেকে ভারতীয় চুলসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার বারো চান্দুরা গ্রামের হানিফ মিয়া (৩৪) তেলিয়াপাড়া চা বাগানের স্বদেশ পানতাঁতীর ছেলে রাজেন পান তাঁতী (২২)। ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সদর উপজেলা খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের স্কুলের অভিভাবকদের না জানিয়ে পকেট ম্যানেজিং কমিটি গঠন করায় কমিটি বাতিলের দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীতে স্কুলের অভিভাবক ফখরুল ইসলাম, হাসিনুর রহমান, আব্দুর রউফ, আব্দুল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন এবং কমিটি বাতিলের দাবিতে তারা বক্তব্য প্রদান করেন। ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ৬ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দর, সোনারগাঁও ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিল, ১৪৫০ পিস ইয়াবা ও ১৪ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রেদওয়ান ভূঁইয়া (২৩), হাসিব (২৪), মাহামুদ হাসান (৩০), ইউনুস মিয়া (৩৫), আরিফুল ইসলাম (২৮) ও আবুল খায়ের (২৪)। এ সময় একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। ইবির হল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন ইবি সংবাদদাতা ॥ শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ঈদ-উল-আজহার আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ৩০ জুনের পরিবর্তে শিক্ষার্থীদের ২ জুলাই সকাল ১০টায় হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া ১৫ জুলাই সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে। সোমবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর এ তথ্য নিশ্চিত করেছে। মাছের ঘেরে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মাছের ঘেরের বিদ্যুতের তারে প্রাণ হারিয়েছে হৃদয় চন্দ্র রায় (৩০) নামে এক যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটে জেলার ডিমলা উপজেলা বাবুরহাট গ্রামের জাহিদ ইসলামের মাছের ঘেরে। নিহত হৃদয় উপজেলার সদর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের কান্দু রায়ের ছেলে। সাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার রেলস্টেশন এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে সাকিব (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন আসামিকে ঢাকার বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-১ এর সদস্যরা। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর সিপিসির কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফয়সাল (১৮), পারভেজ (২২) ও মোঃ রবিউল (১৮)। চক্ষু ক্যাম্প উদ্বোধন সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ সোমবার পীরগঞ্জ উপজেলার দস্তমপুর মিশন মাঠ প্রাঙ্গণে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। জয়পুরহাট ব্যাপ্টিস্ট মিশন কর্তৃপক্ষ এর আয়োজন করে। চোখে ছানিপড়া ৪০ রোগীকে শনাক্ত করা হয়েছে এবং মঙ্গলবার তাদের চোখে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে। যে সব দরিদ্র মানুষ সরকারী সুযোগ-সুবিধা না পেয়ে থাকেন, তাদেরকে বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে বলে সোমবার দুপুরে দস্তমপুর মিশন কর্তৃপক্ষ এ সংবাদদাতাকে জানান। ৩ জুলাই থেকে কুবিতে ঈদের ছুটি কুবি সংবাদদাতা ॥ ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম এবং ১৬ জুলাই পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, হলসমূহ বন্ধের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বিনামূল্যে বীজ ও সার বিতরণ সংববাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ ॥ মুকসুদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২২ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কবির মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান।
×