ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাধবপুরে অবৈধ করাত কলের ছড়াছড়ি

প্রকাশিত: ২১:৫৮, ২৪ মে ২০২২

মাধবপুরে অবৈধ করাত কলের ছড়াছড়ি

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর ॥ মাধবপুরে সিমান্ত, চা বাগান ও বনভুমি সিমানা এলাকার মধ্যে অবৈধ করাত কলের ছড়াছড়ি। প্রায় অর্ধশতাধিক অবৈধ করাত কল গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও বন কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরদারী না থাকায় যততত্র এসব করাত কল গড়ে উঠেছে। এসব করাত কলের কারনে উজার হচ্ছে সামাজিক, বনজ ও চাবাগানের ছায়াবৃক্র ফলে প্রাকৃতিক পরিবেশ হুমকির মধ্যে পড়েছে। মাধবপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, মাধবপুরে বৈধ করাত কল রয়েছে মাত্র ৮টি অনুমোদনবিহীন করাত কল রয়েছে ৫০টির অধিক। বন আইন অনুযায়ী সিমান্ত এলাকা, চাবাগান ও সংরক্ষিত বন এলাকার ১০কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপন করার কোন নিয়ম নেই। কিন্তু সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে মাধবপুর উপজেলায় সংরক্ষিত বনভুমি, সিমান্ত এলাকা ও চা বাগানের আশে পাশে প্রায় ১কিলোমিটারের মধ্যে জগদীশপুর, নোয়াপাড়া, শাহপুর, উত্তর শাহপুর, শাহজিবাজার, মনতলা, চৌমুহনী, হরষপুর এলাকায় অবৈধ করাত কল গড়ে উঠেছে। মাঝে মাঝে বনবিভাগের লোকজন করাত কলের বিরুদ্ধে অভিযান করে জব্দ করলেও পুনরায় আবার চালু হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, অপরিকল্পিত ভাবে যে যেখানে পারছে করাত কল স্থাপন করায় গাছপালা নিধন হচ্ছে বেশী। আগে মাধবপুরে এত করাত কল ছিলনা। এখন বেশী করাত কলের কারনে বনভুমি ও চা বাগান থেকে গাছ পাচারের ঘটনা ঘটছে। মাধবপুর রঘুনন্দন রিজার্ভ ফরেষ্টের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মাধবপুরে অবৈধ করাত কলের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ করাত কল বন্ধ করতে বন বিভাগের অভিযান আরো জোরদার করা হবে।
×