ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অধ্যায় : দ্বিতীয় (সমানুপাত ও লাভ-ক্ষতি) হুমায়রা সুলতানা নীলা

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের গণিত

প্রকাশিত: ০০:১৪, ২৪ মে ২০২২

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের গণিত

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহু নির্বাচনী প্রশ্নোত্তর ১। ক ঃ খ = ৫ ঃ ৭ এবং খ ঃ গ = ৭ ঃ ১০ হলে ক ঃ খ ঃগ = ? ক) ৫ ঃ ৭ ঃ ১০ খ) ৭ ঃ ৫ ঃ ১০ গ) ১০ ঃ ৭ ঃ ৫ ঘ) ৫ ঃ ১০ ঃ ৭ উত্তর : ক) ৫ ঃ ৭ ঃ ১০ ২। ৩, ৫, ১৫ এর চতুর্থ সমানুপাতি কোনটি? ক) ২০ খ) ২৫ গ) ৩০ ঘ) ১ উত্তর : খ) ২৫ ৩। একজন দোকানদার একটি দিয়াশলাইয়ের বক্স ১.৫০ টাকায় ক্রয় করে ২.০০ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? ক) ২০% খ) ২২% গ) ১৫% ঘ) ৩৩ ১৩ % উত্তর : ঘ) ৩৩ ১৩ % ৪। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কী হবে? ক) ক্ষতি হবে খ) লাভ হবে গ) বেশি ক্ষতি হবে ঘ) কোনটিই হবে না উত্তর : খ) লাভ হবে ৫। ক্ষতির ক্ষেত্রে - র) ক্রয়মূল্য > বিক্রয় মূল্য রর) ক্রয়মূল্য = বিক্রয়মূল্য – ক্ষতি ররর) বিক্রয়মূল্য = ক্রয়মূল্র – ক্ষতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) র ও ররর ৬। একটি বই ১৫৪ টাকায় বিক্রয় করলে ১২% ক্ষতি হয়। বইটির ক্রয়মূল্য কত? ক) ১৩২ টাকা খ) ১৫০ টাকা গ) ১৭৫ টাকা ঘ) ১৬৫ টাকা উত্তর : গ) ১৭৫ টাকা ৭। সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে কী বলা হয়? ক) মধ্যরাশি খ) আদি রাশি গ) উত্তর রাশি ঘ) প্রান্তীয় রাশি উত্তর : ঘ) প্রান্তীয় রাশি ৮। ৫ ঃ ৫ এটি কী ধরনের অনুপাত? ক) গুরু অনুপাত খ) মিশ্র অনুপাত গ) সরল অনুপাত ঘ) একানুপাত উত্তর : গ) সরল অনুপাত ৯। তিনটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি ৩ ও ২৭ হলে এর মধ্য সমানুপাতিটি কত? ক) ৯ খ) ২৪ গ) ৮১ ঘ) ১২ উত্তর : ক) ৯ ১০। ৪ ঃ ৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি? ক) ২ ঃ ৩ খ) ৪ ঃ ৯ গ) ৯ ঃ ৪ ঘ) ১৬ ঃ ৮১ উত্তর : ক) ২ ঃ ৩ ১১। ৫০০ টাকা রনি ও রিয়ার মধ্যে ৬ ঃ ৪ অনুপাতে ভাগ করে দিলে রনি কত টাকা পাবে? ক) ২০০ টাকা খ) ৩০০ টাকা
×