ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পোরশায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১৮:২১, ২১ মে ২০২২

পোরশায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ॥ কাল বৈশাখী ঝড়ে নওগাঁর পোরশায় আম, ধান, গাছ, বিদ্যুত সহ বিভিন্ন গ্রামে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শুরু হয় কাল বৈশাখী। প্রায় পৌনে এক ঘন্টা ঝড়-বৃষ্টির কারনে উড়ে গেছে ঘরের টিনের চালা, উপড়ে গেছে বিভিন্ন ধরনের গাছ ও বৈদ্যুতিক খুঁটি। গাছের ডাল পড়ে বিদ্যুক এর খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে অনেক স্থানে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে আম ও ধানের। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন রাস্তায় গাছপালা ভেঙ্গে পড়ে আছে। শত শত হেক্টর জমির আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। নিতপুর সুহাতি গ্রামের কৃষক মজিবর রহমান মাস্টার বলেন, তার ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশির ভাগ ধান তলিয়ে গেছে। তার প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ঘাটনগর ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রামের আম বাগানের মালিক মোখলেছুর রহমান বলেন, বাগানের প্রায় সব আম ঝরে গেছে। আর সপ্তাহ খানেক পরে তিনি গাছ থেকে আম নামাতেন কিন্তু ঝড়ের কারনে তার ব্যাপক ক্ষতি হয়ে গেল বলে তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, ঝড়ে আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে শতকরা ৫ থেকে ১০ ভাগ আম ঝরে গেছে বলে তিনি জানান। আর আগে থেকেই ১০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গিয়েছিল। আরও কিছু ক্ষতি হতে পারে বলে তিনি জানান। তবে তাৎক্ষণিক ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তিনি নিজে কর্মকর্তাদের নিয়ে উপজেলার বিভিন্ন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরছেন এবং ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছেন বলে জানান।
×