ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভৈরবে মাদকসহ ৭ কারবারি আটক

প্রকাশিত: ১৬:৪৮, ২০ মে ২০২২

ভৈরবে মাদকসহ ৭ কারবারি আটক

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ আজ শুক্রবার ভোরে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে ৫শ ৫৫ বোতল ফেনসিডিল ও ২৩ কেজি গাজাসহ ৭ মাদক কারবারিকে আটক করে। এসময় মাদকবহনের প্রাইভেটকার জব্দ করা হয়। আটক মাদক কারবারিরা হলো মোঃ হৃদয় মোল্লা (২০), পিতা- আব্দুল কাদির মোল্লা, সাং- ভোলাব, থানা- রূপগঞ্জ, জেলা- নরায়ণগঞ্জ, সজিব মিয়া(২২), পিতা- আশরাফ মিয়া, সাং- কেন্দুয়া, থানা- রূপগঞ্জ, জেলা- নরায়ণগঞ্জ, মোছাঃ ইভা আক্তার (১৯), পিতা- শফিক মিয়া, সাং- মাহনা, থানা- রূপগঞ্জ, জেলা- নরায়ণগঞ্জ, মোঃ দিদার (৩৭), পিতা- মৃত আব্দুল মন্নান, সাং- আসকারাবাদ, থানা- ডবলমুরিং, থানা- চট্টগ্রাম,মোঃ শাহিন মিয়া (২৮), পিতা- খুরশেদ তালুকদার, সাং- সাচরা, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা, বর্তমান ঠিকানা- মিরপুর-২, বড়বাগ, কামাল মিয়ার বাসায় ভাড়াটিয়া, থানা- মিরপুর, জেলা-ঢাকা, মোঃ আমিন (৩০), পিতা- মৃত শহিদ মিয়া, সাং-ভগিরথপুর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী,মোছাঃ সুমা আক্তার (২০), পিতা- মোঃ জাহের গাজী, সাং-সৈয়দাবাদ, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
×