ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে গৃহবধুকে ধর্ষণের মামলায় গ্রাম পুলিশ গ্রেফতার

প্রকাশিত: ২১:১৬, ১৮ মে ২০২২

ফকিরহাটে গৃহবধুকে ধর্ষণের মামলায় গ্রাম পুলিশ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মোস্তফা শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করা হয়েছে। ফকিরহাট থানা পুলিশ শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রাম থেকে মঙ্গলবার গভীররাতে তাকে গ্রেপ্তার করে। ওই রাতেই মামলা রেকর্ড করা হয়। বুধবার (১৮ মে) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ভিকটীমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভুক্তভোগী জানান, ঘনশ্যামপুর গ্রামের তার বাড়ী। স্বামী বাড়িতে না থাকায় ওই গৃহবধুর একটি ছাগল হারিয়ে যায়। তখন মঙ্গলবার বিকেলে তিনি সেই ছাগলটি খুজতে গেলে গ্রাম পুলিশ মোস্তফা শেখ তাঁকে ভয়ভীতি দেখিয়ে টেনেহিঁচড়ে বাগানের মধ্যে নিয়ে ধর্ষন করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষক মোস্তফা শেখ পালিয়ে যায়। মোস্তফা শেখ একই গ্রামের আবু বক্কার শেখ এর ছেলে। এ ঘটনায় ভিকটীম নিজে বাদী হয়ে ওই রাতেই ফকিরহাট মডেল থানায় ১ জনকে আসামী করে মামলা দায়ের করেন। স্থানীয়রা জানান, এর আগে গ্রাম পুলিশ মোস্তফা শেখের বিরুদ্ধে একাধিক নারী ঘটিত অভিযোগ রয়েছে। স্বভাব লম্পট মোস্তফা এর আগেও বিভিন্ন সময়ে নারী ঘটিত কারণে মোটা অংকের জরিমানা দিয়েছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ওসি মুঃ আলিমুজ্জামান বলেন, রাতে মামলা রেকর্ড করা হয়। এরপর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
×