ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে মাটির নীচ থেকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিপুল পরিমাণ গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ২১:০৬, ১৭ মে ২০২২

ঠাকুরগাঁওয়ে মাটির নীচ থেকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিপুল পরিমাণ গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলা শহরে একটি নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ২৪টি থ্রি-নট-থ্রি রাইফেল ও তিনটি এসএলআরসহ বিপুল পরিমাণ গুলি পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে শহরের আশ্রমপাড়া মহল্লার বাসিন্দা আবু হানিফের একটি নতুন পাকা ভবন নির্মাণের কাজ করার সময় মাটি খুঁড়তে গিয়ে একটি টিনের ট্রাংকের ভিতর রক্ষিত অবস্থায় জঙ্গধরা মরচেপড়া অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে পুলিশ তা উদ্ধারের হেফাজতে নিয়েছে। এঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে সেখানে লোকে লোকারণ্য হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের সময় আর্মির ব্রিগ্রেডিয়ার নাজির হাওলাদার নামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটি। সম্প্রতি মুক্তিযোদ্ধার নাতি বাপ্পী হাওলাদার জমিসহ বাড়িটি আবু হানিফের কাছে বিক্রি করে দেয়। মঙ্গলবার দুপুরের দিকে আবু হানিফ ভবন নির্মাণের জন্য রাজমিস্ত্রীদের দিয়ে কাজ করছিলেন। এসময় সেখানে শ্রমিকরা মাটি খুঁড়–তে গিয়ে একটি ট্রাঙ্ক উদ্ধার করে। পরে ট্রাঙ্কের ভিতরে অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন তাৎক্ষণিক ভাবে ধারনা ব্যক্ত করে বলেন, সম্ভবত এই অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। উদ্ধারকৃত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এখন থেকে পুলিশের তদারকিতে খননকাজ করা হবে।
×