
অনলাইন ডেস্ক ॥ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস-এর মোবাইল ফোন নজরদারি বিষয়ক স্পাইওয়্যার ‘পেগাসাসে’ আক্রান্ত হয়েছে । স্পাইওয়্যার শনাক্ত করেছে স্পেন কর্তৃপক্ষ।
স্পাইওয়্যারে আক্রান্ত হওয়ার ঘটনাটি দেশটির ‘মিনিস্টার অফ প্রেসিডেন্সি’ ফেলিক্স বোলানোস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সোমবার।
সানচেজের ফোন আক্রান্ত হয় ২০২১ সালের মে মাসে। এতে অন্তত একবার ডেটা ফাঁস হয়েছে বলে সংবাদ সম্মেলনে বলেছেন বোলানোস।