ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিকার আওতায় চট্টগ্রামের শতভাগ শিক্ষার্থী

প্রকাশিত: ২৩:২০, ২৬ জানুয়ারি ২০২২

টিকার আওতায় চট্টগ্রামের শতভাগ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনা সংক্রমণ প্রতিরোধে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় পৌণে ৯ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় এসেছে, যা শতভাগ বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। গত ১৬ নবেম্বর শুরু হয় এ কার্যক্রম। ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ৮ লাখ ৭২ হাজার ২৫৬ শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ প্রদান করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ২ মাস ১০ দিনে ভ্যাকসিন গ্রহণ করেছে মহানগর ও জেলা পর্যায়ের মোট ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জন শিক্ষার্থী। গত বছরের ১৬ নবেম্বর থেকে চলতি বছর ২৪ জানুয়ারি পর্যন্ত সিটি কর্পোরেশন এবং গত ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ১৫ উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী মোট ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জন শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ফলে শতভাগ শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় এসেছে।
×