ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে করোনা ও উপসর্গে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:২১, ২৫ জানুয়ারি ২০২২

রাজশাহীতে করোনা ও উপসর্গে তিনজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা সংক্রমণ ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্তের হার বাড়লেও মানা হচ্ছে না বিধিনিষেধ। অন্যদিকে চট্টগ্রাম, ঝালকাঠি, পটুয়াখালীর কলাপড়া, ফরিদপুর এবং মোংলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এছাড়া গাজীপুরের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ও উপসর্গে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মারা যাওয়া তিনজনের একজন নারী অন্য দুজন পুরুষ। এই তিনজনের একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে এবং দুজন করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যবিধি মেনেই তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে। এদিকে করোনা পরীক্ষার অনুপাতে জেলায় সংক্রমণের হার পৌঁছেছে ৬০ দশমিক ৪৯ শতাংশ। যা এর আগের দিনও ছিল ৫০ শতাংশের কাছাকাছি। গাজীপুর ॥ জেলা প্রশাসক আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেক্যিাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে দুপুরে পরীক্ষার ফলে পজিটিভ আসে। ফরিদপুর ॥ গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৬০ জন। এ ছাড়া বিভিন্ন উপজেলায় এন্টিজেন পদ্ধতিতে ১৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ জন। চট্টগ্রাম অফিস ॥ একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৯৮৯ জন। সোমবার জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, আগের দিন রবিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষায় ৯৮৯ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। ঝালকাঠি ॥ গত ২৪ ঘণ্টায় সোমবার ৭১ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন করোনা শনাক্ত হয়েছেন। রবিবার ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ জন। পটুয়াখালী ॥ কলাপাড়ায় সোমবার মোট ১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আটজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৯ জন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৪৭ শতাংশ। ঠাকুরগাঁও ॥ জেলায় করোনা সংক্রমণের হার বাড়ছেই। সোমবার সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন করোনা শনাক্ত হয়েছেন। মোংলা ॥ করোনা উপসর্গ নিয়ে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের নমুনা পরীক্ষায় ৫ জন করোনা শনাক্ত হয়েছে। যশোরে ৯৯ ভাগ শিক্ষার্থীর টিকা গ্রহণ ॥ এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯ ভাগ শিক্ষার্থী করোনার টিকার আওতায় এসেছে। এমপি মোকতাদির চৌধুরী সপরিবারে করোনায় আক্রান্ত ॥ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য রআম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী অধ্যাপক ফাহিমা খাতুন ও মেয়ে অন্বেষা করোনায় আক্রান্ত হয়েছেন।
×