ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাণিজ্য সংগঠন বিল উত্থাপন

প্রকাশিত: ২২:৪১, ২৪ জানুয়ারি ২০২২

বাণিজ্য সংগঠন বিল উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ বিদেশী ব্যবসায়ীদের নিয়ে দেশে যৌথ বাণিজ্য সংগঠন তৈরির সুযোগ রেখে বাণিজ্য সংগঠন বিল-২০২২ সংসদে উত্থাপন করা হয়েছে। রবিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য বিলটি তোলার পর ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৬১ সালের ‘ট্রেড অরগানাইজেশন অর্ডিনেন্স’ বাতিল করে বাংলায় নতুন করে আইন করতে বিলটি তোলা হয়েছে। বিলে বলা হয়েছে, প্রতিটি জেলায় নারী উদ্যোক্তাদের জন্য আলাদা চেম্বার গঠনের সুযোগ থাকবে। বিলে বাণিজ্য সংগঠনে নারী উদ্যোক্তদের লাইসেন্সের মাধ্যমে সদস্য হওয়ার আইনী ভিত্তির বিধান রাখা হয়েছে।
×