ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রার্থী নিয়ে কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল। শুক্রবার এক গণমাধ্যমের খবরে বলা হয়, কংগ্রেসের উত্তর প্রদেশবিষয়ক সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এ রাজ্যে দলটির মুখ্যমন্ত্রী প্রার্থী হচ্ছেন। তবে শনিবার এক সাক্ষাতকারে প্রিয়াঙ্কা বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শুক্রবার লখৌনয়ে কংগ্রেসের পক্ষ থেকে কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে ইস্তেহার প্রকাশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক হয়। এর পরই খবরটি চাউর হয়। অনেক গণমাধ্যম ফলাও করে প্রচার করে, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের প্রার্থী প্রিয়াংকা গান্ধী। এ বিষয়ে তিনি বলেন, আমি এটা বলছি না যে আমি একমাত্র মুখ। প্রিয়াঙ্কা জানান, তাকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ধরে নেয়াটা ভুল হবে। তবে উত্তরপ্রদেশে ভোটে তার লড়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি প্রিয়াঙ্কা। উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের সরকার গঠনের কোন সম্ভাবনা নেই বলে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রাজ্যটিতে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। উত্তরপ্রদেশে ৭ দফায় ভোট শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। ৭ মার্চ পর্যন্ত ভোট চলবে। এ ছাড়া একই সময়ে পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।- এনডিটিভি অবলম্বনে।