ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোঃ আনোয়ার হোসেন সহকারী শিক্ষক কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া

পঞ্চম শ্রেণির পড়াশোনা বিষয় : বিজ্ঞান অধ্যায় : তৃতীয় (জীবনের জন্য পানি)

প্রকাশিত: ২৩:৫৭, ২২ জানুয়ারি ২০২২

পঞ্চম শ্রেণির পড়াশোনা বিষয় : বিজ্ঞান অধ্যায় : তৃতীয় (জীবনের জন্য পানি)

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রশ্ন: ১। পানির তিনটি প্রাকৃতিক উৎসের নাম লেখ । উত্তর : বৃষ্টি, নদী, সমুদ্র। প্রশ্ন: ২। উদ্ভিদ দেহের কত ভাগ পানি? উত্তর : প্রায় ৯০ ভাগ । প্রশ্ন: ৩। প্রাণি দেহের কত ভাগ পানি? উত্তর : ৬০ - ৭০ ভাগ। প্রশ্ন: ৪। প্রাণি দেহে পানির প্রধান কাজ কী? উত্তর : খাদ্য পরিপাকে সাহায্য করা। প্রশ্ন: ৫। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে কে? উত্তর : পানি। প্রশ্ন: ৬। শিশির বলতে কী বোঝ? উত্তর : রাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে । প্রশ্ন: ৭। ঘনীভবন কাকে বলে? উত্তর : বাষ্প থেকে তরলে পরিনত হওয়াকে ঘনীভবন বলে । প্রশ্ন: ৮। বাষ্পীভবন কী? উত্তর : তরল থেকে বাষ্পে পরিনত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন। প্রশ্ন: ৯। পানি চক্র কী? উত্তর : যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থাায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুম-লের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানি চক্র। প্রশ্ন: ১০। পানির তিনটি অবস্থা কী কী? উত্তর : পানির তিনটি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয় । প্রশ্ন: ১১। পানি দূষণের প্রধান কারন কী? উত্তর : পানি দূষণের প্রধান কারন হলো মানুষের কর্মকান্ড । প্রশ্ন: ১২। দুুটি পানিবাহিত রোগের নাম লেখ । উত্তর : দুটি পানিবাহিত রোগের নাম হলো ডায়রিয়া ও কলেরা। প্রশ্ন: ১৩। নিরাপদ পানি কী? উত্তর : মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি । প্রশ্ন: ১৪। পানি বিশুদ্ধকরণ বলতে কী বোঝ? উত্তর : মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহনযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। প্রশ্ন : ১৫। ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কাার করার প্রক্রিয়ার নাম কী? উত্তর : ছাঁকন। প্রশ্ন :১৬। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য কতক্ষন পানি ফুটাতে হবে? উত্তর : ২০ মিনিটের বেশি সময় । প্রশ্ন: ১৭। আর্সেনিক কী? উত্তর : আর্সেনিক হলো এক ধরনের বিষাক্ত পদার্থ। প্রশ্ন: ১৮। পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থের নাম লেখ। উত্তর : পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থ হলো ফিটকিরি ও ব্লিচিং পাউডার। প্রশ্ন: ১৯। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে কী সৃষ্টি করে? উত্তর : মেঘ । প্রশ্ন: ২০। পানি দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখ । উত্তর : পানি দূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো:- (১) কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে (২) রান্না ঘরের নিষ্কাশন নালায় না ফেলে (৩) পুকুর, নদী, হ্রদ কিংবা সমুদ্রে ময়লা আবর্জনা না ফেলে । প্রশ্ন ২১। ডায়রিয়া কোন ধরনের রোগ? উত্তর : পানিবাহিত রোগ । প্রশ্ন: ২২। পানি শোধনের দুটি উপায় লেখ। উত্তর :পানি শোধনের দুটি উপায় হলো- (১) ছাঁকন ও (২) থিতানো। প্রশ্ন: ২৩। পানিতে থাকা কাদা ও বালি তলানিতে জমানোর মাধ্যমে পানি পরিষ্কার করাকে কী বলে? উত্তর : থিতানো । প্রশ্ন: ২৪। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে কিসে পরিনত হয়? উত্তর : জলীয়বাষ্পে। প্রশ্ন: ২৫। তোমার এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী? উত্তর : পানি দূষণ। প্রশ্ন: ২৬। পানি বিশুদ্ধিকরণ প্রক্রিয়ায় বিশুদ্ধ করা যায় না কোন পানি? উত্তর : আর্সেনিকযুক্ত পানি। প্রশ্ন: ২৭। সুস্থ থাকার জন্য আমাদের কোন্ পানি প্রয়োজন? উত্তর : নিরাপদ পানি। প্রশ্ন: ২৮। বন্যা বা জলোচ্ছাসের সময় পানি ফুটানো না গেলে কিভাবে নিরাপদ পানি পাওয়া যাবে? উত্তর : ফিটকিরি, ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটের মাধ্যমে।
×