ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে পবিপ্রবির শিক্ষার্থীদের কৃষিখামার পরিদর্শন

প্রকাশিত: ১৭:২৬, ১৯ জানুয়ারি ২০২২

বাউফলে পবিপ্রবির শিক্ষার্থীদের কৃষিখামার পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ॥ মালচিং, আঠালো হলুদ ফাঁদ, ঝিকঝাক পদ্ধতিতে চারা রোপণ, ক্লাইমেট স্মার্ট এ্যগ্রিকালচার, উন্নত বেড তৈরীসহ কৃষির নানা উন্নত পদ্ধতির সঙ্গে হাতে কলমে পরিচিত হতে খামার পরির্শন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রফেসর ড. মুহাম্মাদ জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে অনুষদের ২০১৬-২০১৭ সেশনের (১৮তম ব্যাচ) ৪৭ জন শিক্ষার্থী কান্ট্রি টুরের আওতায় পটুয়াখালীর বাউফলের দাশপাড়া এলাকার রীপা আক্তার নামে এক কৃষাণীর স্মার্ট ফার্মিং হেলদি ফুড নামের কৃষি খামার পরিদর্শন করেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান, উপসহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ইস্টওয়েস্ট সীড সনজেলট্রান্সফারের টেকনিক্যাল ফিল্ড অফিসার কৃষিবিদ তুহিন আহম্মেদ, সলিডারিড্যাড নেটওয়ার্ক এশিয়ার প্রজেক্ট এক্সট্রেনশন অফিসার মু. আলআমিন প্রমূখ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে শিক্ষার্থীদের রাধিকা জাতের মরিচের চাষ পদ্ধতিসহ খামারে নেয়া সময়োপযোগি নানা পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেন কৃষক রফিক হাওলাদার।
×