ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: ২১:৫৯, ১৬ জানুয়ারি ২০২২

মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাকালীন সুষ্ঠু সংস্কৃতির বিকাশে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার প্রয়োজন, এজন্য সরকারকে শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন উদীচী নেতৃবৃন্দ। তারা বলেছেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার রাতে উদীচী শিল্পীগোষ্ঠী বোয়ালখালী শাখা সংসদের দশম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নির্বাচনী অধিবেশনে মোহাম্মদ আলীর সভাপতিত্বে ডাঃ অসীম কুমার চৌধুরীকে সভাপতি ও মৃত্যুঞ্জয় দাশকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বক্তারা বলেন, জঙ্গীবাদমুক্ত সুখী সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতের যেকোন সময়ের মতো উদীচী শিল্পীকর্মীরা হাতে হাত রেখে অধিকার আদায়ের সংগ্রামে গণমানুষের পাশে থাকবে।
×