ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে লড়ি চাপায় দুই নারী নিহত

প্রকাশিত: ১৭:০০, ১৫ জানুয়ারি ২০২২

গফরগাঁওয়ে লড়ি চাপায় দুই নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে বেপরোয়া বালুবাহী নিচে চাপা পড়ে দুই নারী নিহত হয়েছেন। শনিবার সকালে গফরগাঁও-ভালুকা সড়কের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের রাওনা গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত দুই নারী হলেন উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের রকিবুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা খাতুন (৪৫)। এছাড়াও হেলাল খান (৪৫) নামে অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও-ভালুকা সড়কে রাওনা গ্রামে অটোরিকশা থেকে যাত্রী নামানোর সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী লড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মাজেদা খাতুনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত বকুলা খাতুনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। অপর আহত যাত্রী হেলাল খানকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘাতক লড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গফরগাঁও থানার উপপরিদর্শক আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লড়িটিকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। সেকেন্ড অফিসার জাকির হোসেন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
×