ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জবাসী সব সময়ই উন্নয়নের পক্ষে ভোট দেন

প্রকাশিত: ২২:৩৮, ১৫ জানুয়ারি ২০২২; আপডেট: ২০:৩৫, ২৬ জুন ২০২২

নারায়ণগঞ্জবাসী সব সময়ই উন্নয়নের পক্ষে ভোট দেন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জকে যানজট, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে দেখতে চান সাধারণ ভোটার। নারায়ণগঞ্জবাসী বরাবরই উন্নয়নের পক্ষে। মেয়র পদে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এক মেয়র প্রার্থী উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও আরেক মেয়র প্রার্থী উন্নয়ন কাজকে অব্যাহত রাখতে ও উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে ভোটারের কাছে ভোট চেয়েছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর স্লোগান হচ্ছে ‘সবুজ শ্যামল জনপদ, নগর গড়ি নিরাপদ’। স্বতন্ত্র প্রার্থীর এই নগরীকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়তে চান। সাধারণ ভোটারও তাদের নানা ধরনের অভিমত ব্যক্ত করেছেন। জানা যায়, নারায়ণগঞ্জ অতি পুরাতন ঐতিহ্যবাহী বন্দরনগরী। নারায়ণগঞ্জ নগরীর গুরুত্ব বিবেচনা করে আওয়ামী লীগ সরকার ২০১১ সালে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল এই ৩টি পৌরসভা নিয়ে ৭২ দশমিক ৪৩ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন’ প্রতিষ্ঠা করে। এ সিটিতে আগামী ১৬ জানুয়ারি রবিবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সাধারণ ভোটার অনেক প্রত্যাশা ব্যক্ত করেছেন। আফরোজা আক্তার বলেন, নারায়ণগঞ্জে ছেলেমেয়েদের প্রতিবন্ধকতা হচ্ছে খেলার কোন মাঠ নেই। শিশুদের বিকাশের কোন জায়গা নেই। তাবাসুম বলেন, শহরের একটি সমস্যা হলো যানজট।

×