ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মারা গেছেন ৬ জন

বিধিনিষেধ শুরুর পরদিনই করোনা রোগী শনাক্ত ৪ হাজার ছাড়াল

প্রকাশিত: ২২:২৩, ১৫ জানুয়ারি ২০২২

বিধিনিষেধ শুরুর পরদিনই করোনা রোগী শনাক্ত ৪ হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার ॥ করোনা প্রতিরোধে দেশে ১১ দফা বিধিনিষেধ শুরুর পরদিনই রোগী শনাক্তের সংখ্যা ও সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। একদিনের ব্যবধানে নমুনা সংগ্রহের বিপরীতে করোনা শনাক্তের হার বেড়েছে ২ শতাংশের বেশি। হাসপাতালে রোগীর সংখ্যা না বাড়লেও সংক্রমণের গতি উদ্বেগজনক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশে। অথচ চলতি বছরের প্রথমদিনে করোনা শনাক্তের সংখ্যা ছিল আড়াই শতাংশের কাছাকাছি। আর নতুন রোগী শনাক্তের সংখ্যা ছিল ৫শর কিছুটা ওপরে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার জানানো হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৩ হাজার ৩৫৯ জন; শনাক্তের হার ছিল ১২ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন। চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২ শতাংশ ছাড়িয়েছে। সর্বশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর দৈনিক সংক্রমণ আর ১০০ জন ছাড়ায়নি। স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, নতুন সংক্রমিত ১১৭ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ২৯ জন, বগুড়ার ২৫, জয়পুরহাটের ২৪, পাবনার ১৭, সিরাজগঞ্জের ১৩, নাটোরের ৬ ও নওগাঁর ৩ জন রয়েছেন। এদিন নমুনা পরীক্ষা না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে কারও করোনা শনাক্ত হয়নি। নতুন সংক্রমিত ১১৭ জন নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭৭। সিলেট বিভাগে করোনা সংক্রমণের হার উর্ধমুখী হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৮৬৯ জনের। শনাক্তের হার ৮ দশমিক ৮৬। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
×