ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে সহপাঠীদের শীতবস্ত্র সহায়তায় স্কুলে শিশু শিক্ষার্থীদের মানবতার দেয়াল

প্রকাশিত: ১৬:৩১, ১৪ জানুয়ারি ২০২২

লালমনিরহাটে সহপাঠীদের শীতবস্ত্র সহায়তায় স্কুলে শিশু শিক্ষার্থীদের মানবতার দেয়াল

নিজস্ব সংবাদদাতা, লালমিনরহাট ॥ জেলা সদরের কুর্শামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানবিকতা শিক্ষা দিতে বৃহস্পতির শিশু শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে মানবতার দেয়াল কার্যক্রম চালু করেছে। জানা গেছে, প্রাথমিক পযার্য়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে একে অপরের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়ার মনোপ্রবৃত্তি সৃষ্টি শিক্ষা হিসেবে মানবতার দেয়াল কার্যক্রম জেলার কুর্শামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা চালু করেছে। এই কনকনে ঠান্ডায় শিশু শিক্ষার্থীরা তাদের সহপাঠী সতীর্থদের নিজের অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শীতবস্ত্র বিলিয়ে দিতে এই আয়োজন। এতে করি সমাজের প্রতি শিশু বয়স হতে সহায়তার মনোভাব তৈরি হবে। যাহা দেশে বর্তমান পরিস্থিতিতে খুব বেশী প্রয়োজন। স্কুলে মানবতার দেয়াল প্রতিষ্ঠা করার অনুপ্রেরণাকারী প্রধান শিক্ষক মোঃ লুৎফর আহম্মেদ লিটন জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের মেসেজ দেই, "আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারো প্রয়োজন" অন্যের প্রয়োজন মিটাতে -মানবতার দেয়ালে রেখে গেলে যার প্রয়োজন নিয়ে নিবে। বৃহস্পতিবার কুর্শামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের দানশীল মানসিকতায় অনুপ্রাণিত করতে এই মানবতার দেয়ালের উদ্বোধন করা হয় । এ মানবতার দেয়ালের উদ্বোধন করেন নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ( এসএমসি) নিশি কান্ত রায়, সহ সভাপতি জনাব মাসুমা আক্তার, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মিজানুর আহমেদ সহ অন্যান্য সদস্য বৃন্দ, শিক্ষক, শিক্ষিকা। এসময় স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
×