ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তান সিরিজ

রমিজ রাজার অভিনব প্রস্তাব

প্রকাশিত: ০০:১৪, ১৩ জানুয়ারি ২০২২

রমিজ রাজার অভিনব প্রস্তাব

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে তুলনা করা হয়। চিরবৈরি দুদেশের ব্যাট বলের দ্বৈরথ মানেই মাঠের সীমা ছাড়িয়ে কোটি ক্রিকেটপ্রেমীর মনে উত্তাল ঢেউ। রাজনৈতিক বিরোধের কারণে দীর্ঘদিন তাদের দিপক্ষীয় সিরিজ বন্ধ। এখন কেবল এসিসি আর আইসিসির ইভেন্টগুলোতেই (এশিয়া কাপ ও বিশ^কাপ) দল দুটিকে মুখোমুখি হতে দেখা যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্বে আসার পর ব্যতিক্রম সব পরিকল্পনা হাতে নেয়া রমিজ রাজা এবার প্রতিবেশী দেশটির সঙ্গে নিয়মিত ক্রিকেট ম্যাচ আয়োজনের অভিনব ফর্মূলা বের করেছেন। ভারত, পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে প্রতি বছর চারজাতি টি২০ সিরিজ আয়োজন করতে চান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরবর্তী সভায়ই এ বিষয়ে প্রস্তাব রাখবেন রমিজ, ‘আইসিসির কাছে প্রস্তাব রাখব পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর চার জাতি টি২০ সুপার সিরিজ আয়োজন করার। পর্যায়ক্রমে চার দেশই হবে স্বাগতিক। আলাদা একটি রাজস্ব মডেল থাকবে, মুনাফা ভাগাভাগি হবে শতকরা হারে আইসিসির সব সদস্যের মধ্যে।’ টুইট পিসিবি বসের। পাকিস্তান সফরে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ খেলে ২০০৫-০৬ মৌসুমে, আর পাকিস্তান ভারতের মাটিতে ২০০৭-০৮ মৌসুমে।
×