ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু

প্রকাশিত: ০১:৩৮, ৯ জানুয়ারি ২০২২

রায়গঞ্জে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু

সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ॥ রায়গঞ্জ উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান শুরু করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। জানা যায়, ১০ জানুয়ারি পর্যন্ত উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ৪০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। প্রথম দিনে টিকা দিতে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও পরবর্তী দিনে গুছিয়ে ওঠা যাবে বলে দায়িত্বশীল দুইজন জানান। টিকা নিতে আসা দুই শিক্ষার্থী জানায়, প্রথম দিকে একটু ভয় পেলেও টিকা দিতে টের পাওয়া যায়নি। এখন খুবই ভাল লাগছে জানিয়ে তারা বলে, স্কুলে যেতে এখন আর ঝামেলা হবে না। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ। বিকেলে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খোন্দকার বলেন, প্রথম দিনে বিভিন্ন শ্রেণীর ৯৮৬ ছাত্রছাত্রী করোনার টিকা গ্রহণ করেছে।
×