ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কাউটিং করে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে ॥ দীপু মনি

প্রকাশিত: ০১:১১, ৭ জানুয়ারি ২০২২

স্কাউটিং করে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে ॥ দীপু মনি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি রোভার স্কাউটদের উদ্দেশে বলেছেন লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং করে তোমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর তোমরা বিশ্বনাগরিক হবে, সোনার মানুষ হবে। আর তোমরা সোনার মানুষরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে। বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর রোভার পল্লীতে বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি এ সময় বলেন, করোনায় উন্নত দেশগুলো এখন বিপর্যস্ত অবস্থায়। প্রতিদিনই করোনা ও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। কাজেই করোনার এ অবস্থায় আমাদের কোনভাবেই ঝুঁকি নেয়ার সুযোগ নেই। বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে ভাবতেই হবে। এখন যেহেতু করোনার সংক্রমণ বাড়ছে, তাই বিষয়টি নিয়ে সরকারের প্রতিটি অধিদফতর থেকে স্থানীয় পর্যায়ে যারা শিক্ষার সঙ্গে যারা জড়িত আছেন তারা মনিটরিং করছেন এবং আমাদের কাছে রিপোর্ট করছেন।
×