ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এইচএসসি পাস মাসুদ এমবিবিএস পরিচয়ে রোগী দেখত

প্রকাশিত: ২৩:১১, ৭ জানুয়ারি ২০২২

এইচএসসি পাস মাসুদ এমবিবিএস পরিচয়ে রোগী দেখত

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে মাত্র এইচএসসি পাস। অথচ এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিল সে। অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে এই প্রতারক। তার নাম মহিউদ্দিন আহমেদ মাসুদ (৩৮)। বুধবার রাতে রাজধানীর সবুজবাগের সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। র‌্যাব বলছে, মাসুদ এইচএসসি পাস করা সত্ত্বেও এমবিবিএস ভুয়া ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে সাধারণ রোগী ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
×