ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গেল বছরে ১ হাজার ৭৩ কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির

প্রকাশিত: ০১:১৫, ৬ জানুয়ারি ২০২২

গেল বছরে ১ হাজার ৭৩ কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির

স্টাফ রিপোর্টার ॥ বিদায়ী ২০২১ সালে দেশের বিভিন্ন সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ২০২১ সালে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩ হাজার ৫৯৯ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ২৪৪ জন বাংলাদেশী নাগরিক ও ৮৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×