ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ব্রিজে বিজয়ের মাসে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৫, ৮ ডিসেম্বর ২০২১

বিশ্বকাপ ব্রিজে বিজয়ের মাসে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ব্রিজ প্রতিযোগিতার বাছাইপর্বে বিজয়ের মাসে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। বুধবার অনলাইনভিত্তিক এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল ২৮-২৪ আইএমপিতে (ইন্টারন্যাশনাল ম্যাচ পয়েন্ট) হারায়। এছাড়া জর্দানের সঙ্গে ১৮-১৮ আইএমপিতে ড্র করে বাংলাদেশ। আগামী বছরের মার্চে ইতালিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ব্রিজ প্রতিযোগিতার ৪৫তম আসর। এতে অংশ নেবে ২৪ দেশ। তবে এই দেশগুলোকে মূলপর্বে খেলতে হলে আগে বাছাইপর্বের গণ্ডি পেরুতে হবে। আটটি জোনের ১৯৬ দেশ অংশ নেবে এই বাছাইপর্বে। যাতে আছে লাল-সবুজের বাংলাদেশও। ব্রিজ ফেডারেশন অব এশিয়া এ্যান্ড মিডল ইস্ট (বিএফএএমই) কোয়ালিফাই পর্বে বাংলাদেশ খেলবে জোন-৪ এ (সাউথ এশিয়া এবং মিডল ইস্ট জোন)। এই জোনের বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে সেখানকার ভেন্যু বাতিল করা হয়েছে। তবে খেলা ঠিকই হবে, তবে সেটা অনলাইনে। বুধবার থেকে বাংলাদেশের ব্রিজ খেলোয়াড়রা নিজ দেশে থেকেই অনলাইনে বাছাইপর্ব খেলা শুরু করেছেন। জোন-৪ এ বাংলাদেশসহ মোট ১০ দেশ অংশ নেবে। এখান থেকে শীর্ষ দুটি দেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে দুবার বিশ্বকাপের মূলপর্বে (২০১৭ ও ২০১৯ সালে) খেলেছিল বাংলাদেশ জাতীয় ব্রিজ দল। বাংলাদেশ দল ॥ মাওলা আল মামুন জুয়েল, জাহিদ হাসান, শেখ আমিনুল ইসলাম, মো. আনিসুজ্জামান লিটন, মো. রাসেল, মো. কিরন এবং আমির আলী রানা (নন প্লেয়িং ক্যাপ্টেন)।
×