ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নব পুত্র বধুকে ধর্ষণের দায়ে শশুর ও শশুরের সহযোগীসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২০:২৩, ৭ ডিসেম্বর ২০২১

নব পুত্র বধুকে ধর্ষণের দায়ে শশুর ও শশুরের সহযোগীসহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ মঙ্গলবার বিকালে জেলার আদিতমারী থানা পুলিশ ধর্ষক শশুর মকছুদার রহমান(৫০) ও তার সহযোগী সনছুর আলী(৪৫) কে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে। তালাবদ্ধ ঘর হতে নব পুত্র বধুকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। থানায় মামলার বিবরণে জানা গেছে, জেলার আদিতমারী উপজেলার, পলাশী ইউনিয়নের, উত্তর তালুক পলাশী গ্রামের মৃত বদিয়ার রহমানের ছেলে মকছুদার এক মাস আগে তার পুত্র অটোচালক হাবিবুরের সাথে জনৈক যুবতীকে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর হতে ছেলে ও নব পুত্র বধুকে শশুর মকুছদার নিজ বাড়িতে বসবাস করে আসছিল। গত ২৯ নবেম্বর সকাল ৮ টায় নব বধুকে রেখে স্বামী হাবিবুর উপার্জন করতে অটোরিক্সায় ভাড়া মারতে বাড়ি বাহিরে চলে যায়। বাড়িতে একা ছিল শশুর ও বন পুত্র বধু। এই সময় সু কৌশলে নব পুত্র বধুকে চেতনা নাশক ঔষধ খাইয়ে লম্পট শ^শুর ধর্ষণ করে। ধর্ষণে বাধা দেয়ার চেষ্টা করলে তার বাম চোখে আঘাত করে আহত করে। পুত্র বধুকে ঘরে বিবস্ত্র রেখে পালিয়ে যায়। স্বামী কাজ শেষে বাড়িতে এসে নব বধুকে বিবস্ত্র ঘুমিয়ে থাকতে দেখে চেঁচামেছি করে। এতেও তার চেতনা না ফিরলে পাড়া প্রতিবেশিকে ডেকে আনে। পরে স্ত্রীর মুখে শুনতে পায় তাঁকে তার নিজের শশুর জোরপূর্ব ধর্ষণ করেছে। স্ত্রীর মুখে শুনে বিষয়টি বিশ্বাস করেনি। পরে স্বামী নিজ চোখে তার স্ত্রীকে নিজের জন্মদাতা বাবা ধর্ষণের দৃশ্য দেখে ফেলে। এই ঘটনায় থানায় মামলা করতে চাইলে নব পুত্র বধুকে সহযোগীদের মাধ্যমে আটকে রাখে। পরে বিষয়টি মিমাংসার জন্য চাপ প্রয়োগ করে। লোকলজ্জার ভয়ে নব বধুর স্বামী হাবিবুর রহমান পয়জন খেয়ে আতœহত্যার চেষ্টা চালায়। বর্তমানে সে চিকিৎসাধিন রয়েছে। বিষয়টি লোকমুখে পুলিশ সুপার আবিদা সুলতানা জানতে পেরে আদিতমারী থানার ওসিকে ভিকটিক কে উদ্দার ও আসামী গ্রেফতারে নির্দেশ দেয়। পুলিশ সোমবার রাতে লম্পট শ^শুর ও তার এক সহযোগীকে আটক করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে শ^শুরসহ তার কয়েকজন সহযোগির নামে ধর্ষণ মামলা আদিতমারী থানায় দায়ের হয়েছে। ধর্ষিতা নব বধুর পিতা মামলার বাদি হয়েছে। আজ বিকেলে পুলিশ সুপারের আবিদা সুলতানা স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে আসামী গ্রেফতারের ঘটনাটি সম্পর্কে নিশ্চিত করেছে।
×