ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি জেলে হাফিজুর উদ্ধার

প্রকাশিত: ১৫:১১, ৭ ডিসেম্বর ২০২১

বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি জেলে হাফিজুর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,পাথরঘাটা ॥গভীর বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজের ধাক্কায় একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এর ১২ ঘণ্টা পর বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় পাথরঘাটার মালীকানাধীন একটি মাছধরা ট্রলারের সহায়তায় হাফিজুর রহমান নামে এক জেলেকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের বাকি ২০ জেলেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার দুপুর তিনটার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানা এফবি সাফওয়ান নামে একটি মাছ ধরা ট্রলারের মাঝি মো. মহসিন মিয়া ভাসমান অবস্থায় জেলে হাফিজুর রহমানকে উদ্ধার করে। এর ৬ ঘণ্টা পর রাত ১১টার মহিপুর ঘাটে এসে পৌঁছায় ট্রলারটি। এর আগে রবিবার ভোররাতের দিকে আবহাওয়া খারাপ থাকায় ঘাটের দিকে ফেরার পথে পিছন থেকে একটি ট্রলিং জাহাজ ধাক্কা দিলে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। তবে ডুবে যাওয়া ট্রলারের বাকি ২০ জেলেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলিং জাহাজের (ফিশিং জাহাজ) ধাক্কা দেওয়ার পর ট্রলারটি উল্টে তলিয়ে যায়। এরপর জাহাজের লোকজন লাইট মেরে তাদের ডুবে যাওয়ার বিষয়টি দেখলেও এগিয়ে না এসে দ্রুত পালিয়ে যায়। এ সময় একটি তক্তার উপর ১২ ঘণ্টা ভাসমান ছিল হাফিজুর রহমান। বাকি ২০ জন জেলের জীবন নিয়ে শঙ্কিত বলেও জানান গোলাম মোস্তফা চৌধুরী।
×