ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘প্রতিবন্ধীদের সঠিক পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে’

প্রকাশিত: ০১:২৩, ৪ ডিসেম্বর ২০২১

‘প্রতিবন্ধীদের সঠিক পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে’

স্টাফ রিপোর্টার ॥ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। তাদের যথাযথভাবে পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে। মন্ত্রী শুক্রবার ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজল্যাণমন্ত্রী বলেন, বৃত্তের হাতছানি তুচ্ছ করে, তিক্ত লোকের পক্ষে হাত বাড়িয়েছেন তারা হয়েছে শ্রেষ্ঠ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা পুতুল প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাকক্ষ থেকে পরিচালিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার। সভায় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুজ্জামান বক্তব্য রাখেন।
×