ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রায়পুরায় অপহরণের ৬ দিন পর মিললো শিশু ইয়াছিনের লাশ

প্রকাশিত: ১৩:৩৫, ৩ ডিসেম্বর ২০২১

রায়পুরায় অপহরণের ৬ দিন পর মিললো শিশু ইয়াছিনের লাশ

সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী) ॥ নরসিংদীর রায়পুরায় উত্তরবাখানগর ইউনিয়নের মধ্যপাড়া থেকে (২৮ নবেম্বর) অপহরণ করা হয় ৮ বছরের শিশু ইয়াছিনকে। তার পিতার নাম জামাল উদ্দিন। খুজাখুজির পরও তাকে থানায় মমলা করা হয়। অপহরনের ৬ দিন পরে আজ শুক্রবার সকালে তার বাড়ির পাশে ৮ বছরের শিশু ইয়াছিনের লাশ পড়ে থাকতে দেখা যায়। ইয়াছিনের স্বজনরা জানায়, রবিবার নির্বাচনের দিন ২ টায় তাকে অপহরণ করেছে। তারপর আমরা অনেক খুজাখুজি করেছি। থানায় গিয়েছি সব তথ্য সেখানে দেওয়া আছে। আমাদের কাছে অপহরণকারীরা টাকা চাইছে। টাকাও দিছি পরে কালকে রাতে লাশ এনে ফেলে দিয়ে গেছে। সকালে মানুষ দেখে আমাদের খবর দিছে। আমরা প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি। এ ব্যপারে রায়পুরা থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার বলেন, তার মা বাদী হয়েছে একটি অপহরন মামলা করেছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
×