ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেতন-ভাতা নিয়ে অসন্তোষ ॥ চাকরি গেল পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতির

প্রকাশিত: ১৫:৫৮, ১ ডিসেম্বর ২০২১

বেতন-ভাতা নিয়ে অসন্তোষ ॥ চাকরি গেল পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতির

অনলাইন ডেস্ক ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের বেতন-ভাতা নিয়ে অসন্তোষের জেরে বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুবুর রহমানকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে গত ২৯ নবেম্বর মাহাবুবুর রহমানকে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়। বিমানের এমডি বলেছেন, “আমরা কোনো প্রেসিডেন্টকে টার্মিনেট করিনি, আমরা বিমানের একজন ক্যাপ্টেনকে টার্মিনেট করেছি।” বেতন-ভাতা নিয়ে অসন্তুষ্ট বিমান বাংলাদেশের পাইলটরা গত ২৫ অক্টোবর থেকে তাদের চুক্তি অনুযায়ী কর্মঘণ্টার অতিরিক্ত সময় কাজ করা থেকে বিরত থাকেন। তাতে বিমানের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়; দুর্ভোগে পড়েন যাত্রীরা। পাইলটদের সঙ্গে সে সময় কর্তৃপক্ষের দফায় দফায় আলোচনা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তাতে পাইলটদের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মাহবুব।
×