ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তুরস্কের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

প্রকাশিত: ০১:৩৭, ৩০ নভেম্বর ২০২১

তুরস্কের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

জনকণ্ঠ ডেস্ক ॥ সফররত তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে বলেছে, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট গন্তব্য স্থল। পাশাপাশি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিষয়ক নীতি ও আইনী কাঠামো এবং সার্বিকভাবে বাণিজ্যিক পরিবেশ বৈদেশিক বিনিয়োগের জন্য সহায়ক। খবর বাসসর। তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র চেয়ারপার্সন হুলিয়া জেডিকের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধি দল সোমবার ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিতে (ডিসিসিআই) দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা সভায় যোগাদন করে এ অভিমত ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান উপস্থিত ছিলেন।
×