ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে উৎসবমূখর পরিবেশে ১৪ ইউপিতে নির্বাচন হচ্ছে

প্রকাশিত: ১৪:১২, ২৮ নভেম্বর ২০২১

মাদারীপুরে উৎসবমূখর পরিবেশে ১৪ ইউপিতে নির্বাচন হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ আজ রবিবার (২৮নবেম্বর) তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদরীপুরের সদর উপজেলার ১৪ ইউপিতে উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতীক উন্মুক্ত হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। প্রতিটি কেন্দ্রে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। নারী ভোটারদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। ভোটারদের এমন উপস্থিতি দেখে প্রশাসন ও প্রার্থীরাও খুশি। গ্রাম-গঞ্জের কেন্দ্রে কেন্দ্রে চেয়ারম্যান-মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরাও নির্বাচনী পরিবেশ ঘুরে দেখছেন। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর নজরদারীও চোখে পড়ার মতো। সব মিলিয়ে উন্মুক্ত প্রতীকের নির্বাচনকে স্বাগত জানিয়েছেন সাধারণ ভোটার ও সচেতন মহল। সকাল থেকে ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে হাসিমুখে বেরিয়ে যাচ্ছেন। মেম্বার প্রার্থীদের কারণে ভোটার উপস্থিতি বেশি মনে করেন সচেতন মহল। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুদ্দিন গিয়াস বলেন, “আমাদের মাদারীপুর সদরে ১৪ ইউনিয়নে ১৩১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জনগণের ভোট প্রদানের লক্ষে ২০জন ম্যাজিস্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ ফোর্স, র্যাব, আনসার ব্যাটেলিয়ানের সদস্য, আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটাদের উপস্থিতি বিশেষ করে মহিলা ভোটাদের অংশগ্রহণ আশানুরূপ। আশা করি শেষ পর্যন্ত নির্বাচন উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্নভাবেই সম্পন্ন হবে।”
×