ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গীর বস্তিতে আগুনে এক হাজার ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০০:২৭, ২৮ নভেম্বর ২০২১

টঙ্গীর বস্তিতে আগুনে এক হাজার ঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গী বাজার ব্রিজ সংলগ্ন মাজার বস্তিতে শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় এক হাজার বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিলেও ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র রায়হান জনকণ্ঠকে জানান, ভোর ৪টার দিকে বস্তিটিতে আগুন লাগে। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা থেকে আসা ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজে অংশ নেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। দুপুরের দিকে আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে আসেন গাজীপুর সিটি কর্পোরেশনের নয়া ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, প্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খাঁন, কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার, আবুল হোসেন, আবুবকর সিদ্দিক, আবদুল্লাহ আল মামুন ম-ল, এ্যাডভোকেট হেলাল উদ্দিন, ওসমান আলী ও দুলু খান প্রমুখ।
×